জেবুকে নিয়ে যা বললেন জাইমা রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমানের মেয়ে জাইমা রহমান জানিয়েছেন, ছোট্ট বিড়ালছানা জেবুকে ঘিরে মানুষের কৌতূহল
দেখে তিনি কিছুটা অবাক ও মজা পাচ্ছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক
যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এই অনুভূতির কথা প্রকাশ করেছেন।
জাইমা বলেন, যে কোনো প্রাণীকে
লালন পালন করা মানেই বড় দায়িত্ব নেওয়া। জেবু যখন প্রথম এসেছে, ভাবিনি সে পরিবারের
গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে। এমনও হয়েছে, আব্বু-মাম্মু বাসায় ফিরে আগে জেবুর খবর
নেন, তারপর আমার!
তিনি আরও জানিয়েছেন, সন্ধ্যায়
আব্বুর অনলাইন মিটিং চলাকালীন জেবু তার কোলে বসে হাতের আদর উপভোগ করত। জাইমা জানান,
জেবু যেন সব সময় আমার মনের অবস্থা বুঝে নিত; তার ছোট্ট পা আর কোমল ছোঁয়া দিয়ে সঙ্গ
দিত।
জাইমা বলেন, যারা প্রাণী পোষেন, তারা জানেন, পোষা প্রাণি নিয়ে বাসা বদলানো কতটা কঠিন। জেবু এখন নতুন মহাদেশে এসেছে, যা তার জন্য বড় ও কষ্টের পরিবর্তন। আমরা পুরোপুরি তা
বুঝতে পারি না।
তিনি বলেন, জেবুর মাধ্যমে
অনেকেই ধৈর্য, মমতা ও ভালোবাসার সৌন্দর্য শিখেছে। ভালোবাসা প্রজাতির সীমা মানে না। যে ব্যক্তি অন্য জীবের দায়িত্ব নেওয়ার সৌভাগ্য পায়, সে নিজের সম্পর্কে অনেক কিছু শিখে
ফেলে।
জাইমা আরও জানান, জেবু
কখনো ‘মিউ মিউ’ করে না। বরং খুশি বা অবাক হলে নরমভাবে ডাক দেয়। অনুমতি ছাড়া কোলে নিলে হালকা বিরক্তি প্রকাশ করে, আর যেসব বিড়াল ওর পছন্দ নয়, তাদের
দিকে জোরেই চিৎকার করে।