পদত্যাগ করলেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব
পদত্যাগ করেছেন জাতীয় পার্টির একাংশের (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন ।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে তিনি নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পদত্যাগের বিষয়টি শনিবার (২৭ ডিসেম্বর) রাতে তার নিজের ফেসবুক প্রোফাইল পোস্ট করে একই সঙ্গে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করবেন এমনটাই জানিয়েছেন আহসান হাবীব লিংকন।
ওই ফেসবুক পোস্টে লিংকন লেখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় এবং দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও যথাযথ মূল্যায়ন না হওয়ায় তিনি হতাশ। তিনি দাবি করেন, বিএনপি ও জাতীয় পার্টি-উভয় পক্ষ থেকেই তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন।