ঢাকা-১৭ আসনেও নির্বাচন করবেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপশি ঢাকা-১৭
আসনেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন
আহমদ দেশের একটি গণমাধ্যমকে এ সিদ্ধান্তের তথ্য জানিয়েছেন।
সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির অন্যতম শরিক বিজেপির চেয়ারম্যান আন্দালিব
রহমান পার্থ ঢাকা-১৭-এর পরিবর্তে ভোলা-১ আসনে নিজ প্রতীকে নির্বাচন করবেন।
গত ৩ নভেম্বর বিএনপি যখন ২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে তখন খালেদা
জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন বলে দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল।
এবার বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে তারেক রহমান নির্বাচন করার কথা জানানো হলো।
ঢাকা-১৭ আসন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং
ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে গঠিত। যা গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর
এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে গঠিত।