তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হব: মির্জা ফখরুল
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বৃহস্পতিবার
(২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে বিএনপি
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত
নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে দল জয়ী হবে।
মির্জা ফখরুল
বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট শাসনের বিদায়
নিশ্চিত করেছি। কঠিন রাজনৈতিক পথে দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন, এবং আগামী নির্বাচনে
তার নেতৃত্বে আমরা আবারও জয়ী হব। তিনি দেশের জনগণের পক্ষ থেকে তাকে স্বাগত জানান
এবং দীর্ঘ নিপীড়ন ও নির্বাসনের পর দেশে ফিরাকে গণতন্ত্রের জন্য অত্যন্ত আনন্দের
ঘটনা হিসেবে বর্ণনা করেন।
সংবর্ধনা
অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিভিন্ন আধিপত্যবাদী শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত
রয়েছে। তাই ধৈর্য ধরে শান্তিপূর্ণ পথে এগোনোর আহ্বান জানান। বিশেষ করে তরুণ
প্রজন্মকে দেশের নেতৃত্ব নেওয়ার দায়িত্ব নিতে উৎসাহিত করেন। তিনি বলেন, দেশের
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং শহিদ ও গুম-খুনের শিকারদের রক্তের ঋণ শোধ করতে
আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে একত্রিতভাবে গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার
দুপুরে তারেক রহমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইটে হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে
তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
সংবর্ধনার পর তার মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে
তিনি এভারকেয়ার হাসপাতালে যান।
এর আগে তারেক রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে
যাত্রা করেন। তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে
সঙ্গে নিয়ে দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিনের পর দেশে ফেরেন।