তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(বিএনপি) তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী তিন দিনের কর্মসূচি প্রকাশ
করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক
সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
দলীয় সূত্র জানায়, দীর্ঘ
১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী ২৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত
তিন দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। এতে রয়েছে রাজধানীতে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি
দলীয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, জাতীয় স্মৃতিসৌধে
পুষ্পস্তবক অর্পণ, এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ।
ঘোষিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরার পর প্রথমে তিনি রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত একটি সমাবেশে অংশ নেবেন। সংশ্লিষ্টদের মতে, নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দেশে ফিরে তার প্রথম রাজনৈতিক উপস্থিতি জানানোর উদ্দেশ্যেই এ সমাবেশের আয়োজন।
একই দিন তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মা ও বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর)
বাদ জুমা তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে
সেখানে দলের নেতা-কর্মীদের অংশগ্রহণে সংক্ষিপ্ত কর্মসূচি থাকতে পারে বলে জানিয়েছে দলীয়
সূত্র। একই দিনে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। বিএনপি নেতারা
বলছেন, এর মাধ্যমে একদিকে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা, অন্যদিকে মুক্তিযুদ্ধের
শহীদদের প্রতি সম্মান জানানোর বার্তা তুলে ধরা হবে।
কর্মসূচির শেষ দিন শনিবার
(২৭ ডিসেম্বর) তিনি পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আহতদের
খোঁজখবর নেওয়া এবং তাদের প্রতি সহমর্মিতা জানানোই এ সফরের লক্ষ্য বলে জানা গেছে। একই
দিনে তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন বলেও কর্মসূচিতে উল্লেখ করা হয়েছে।
দলীয় সূত্রের মতে, তিন
দিনের কর্মসূচিতে রাজনৈতিক উপস্থিতি ও সংবর্ধনা, শ্রদ্ধা ও স্মরণ, এবং আহত-সংগ্রামী
মানুষের পাশে থাকার বার্তা—এই তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তারেক রহমানের
দেশে ফেরা ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।