দেশে কঠিন পরিস্থিতি চলছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক সময়ে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে
হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “দেশে একটি কঠিন পরিস্থিতি চলছে।
সোমবার (২২
ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বর্তমান
পরিস্থিতিতে অপশক্তির বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
জানিয়ে তিনি বলেন, এখন শুধু সচেতন হওয়ার নয়, বরং এসব অপশক্তির বিরুদ্ধে রুখে
দাঁড়ানোর সময় এসেছে।
গণমাধ্যমের
ওপর এ ধরণের হামলা মূলত আমাদের গণতন্ত্র এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক
অভ্যুত্থানের ওপরই বড় ধরণের আঘাত।
তিনি অভিযোগ করেন,
একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে এবং এই অপশক্তির বিরুদ্ধে
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা জরুরি। সংবাদ সম্মেলনে দ্য ডেইলি স্টার সম্পাদক ও
সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম বলেন, হামলাকারীরা সেদিন শুধু ভবনে অগ্নিসংযোগ
বা ভাঙচুর করতে আসেনি, তারা মূলত হত্যা করতেই এসেছিল।
তিনি উদ্বেগ
প্রকাশ করে বলেন, বর্তমানে মতপ্রকাশের স্বাধীনতার চেয়েও ‘বেঁচে থাকা’ এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।টিআইবি-র
নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামোতে যারা আছেন,
তাদের পেছন থেকে মব সন্ত্রাসীরা ইন্ধন পাচ্ছে। সাধারণ মানুষ আজ নিরাপত্তা নিয়ে
গভীরভাবে শঙ্কিত।
সংবাদ সম্মেলনে সম্পাদক
পরিষদ ও নোয়াব নেতৃবৃন্দ অবিলম্বে গণমাধ্যমের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি জানান।