শাহবাগ ছাড়লেন বিক্ষোভকারীরা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার বিচার চেয়ে শাহবাগ ছেড়েছেন বিক্ষোভকারীরা। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে দলবেঁধে তারা সেখানে আসতে শুরু করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাদিকে দাফনের পর সেখানে জড়ো হতে থাকেন
ইনকিলাব মঞ্চসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। তারা সেখানে হাদি হত্যার বিচার চেয়ে
স্লোগান দিতে থাকেন।
এরপর বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সেখানে তারা অবস্থান করেন। এরপর ছোট ছোট
দলে তাদের সেখান থেকে চলে যেতে দেখা যায়।
বিক্ষোভকারীদের ভিড় কমে এলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল করতে শুরু করে।
চারদিকের সড়কেই গাড়ি চলতে শুরু করে সন্ধ্যা পৌনে ৬টার দিকে।
সংসদ ভবন চত্বরে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাজী নজরুল
ইসলামের সমাধির পাশে দাফন করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে। জানাজা স্থল থেকে
মরদেহ ক্যাম্পাসে আনার জন্য দুপুর আড়াইটার পর থেকে শাহবাগে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়।