বিজয় দিবসে যুক্তরাষ্ট্র-ভারত-চীন-রাশিয়াসহ বিভিন্ন দেশের শুভেচ্ছা বাংলাদেশকে
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, ইন্দোনেশিয়া, নেপাল, কসোভো, থাইল্যান্ড, মিশর, সুইজারল্যান্ড, ইতালি ও সুইডেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশন পৃথক বার্তায় বাংলাদেশের জনগণকে বিজয় দিবসের শুভেচ্ছা জানায়। যুক্তরাষ্ট্রের দূতাবাস ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সাহসী মানুষদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
চীনের বার্তায় বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিজয়ের প্রেরণায় সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার আহ্বান জানানো হয়। ভারতীয় হাইকমিশনও বাংলাদেশের জনগণকে বিজয় দিবসের শুভেচ্ছা জানায়।
রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন এক বার্তায় বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের অবসান ঘটে বাংলাদেশের ইতিহাসে নতুন সূচনা হয়েছিল। তিনি বাংলাদেশের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক অব্যাহত থাকার কথাও উল্লেখ করেন।