‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জমকালো ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল নেমেছে। সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন।
সরেজমিনে দেখা গেছে, আগারগাঁও
সংলগ্ন ফটক দিয়ে দর্শনার্থীরা নিরাপত্তা তল্লাশি শেষে বিমানবন্দরে প্রবেশ করছেন। এয়ার
শো উপভোগ করতে হাজারো মানুষ একযোগে উপস্থিত হন। অনেকের হাতে জাতীয় পতাকা, কপালে জাতীয়
পতাকার আদলের ফিতা কিংবা বিজয় দিবস লেখা ব্যানার-ফিতা দেখা গেছে। লাল-সবুজের পোশাক
পরেও অনেকে অনুষ্ঠানে অংশ নেন পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর।
সরকারি তথ্যবিবরণীতে জানানো
হয়, সকাল ১০টায় এয়ার শো শুরু হওয়ার কথা থাকলেও রিপোর্ট লেখা সময় পর্যন্ত অনুষ্ঠানটি
শুরু হয়নি। তবে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে তেজগাঁও পুরোনো বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন না উড়ানোর জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে সরকার। উৎসবের আমেজে হাজারো দর্শনার্থী আকাশের মনোমুগ্ধকর প্রদর্শনী দেখতে যেমন ভিড় করেছেন, তেমনি বিজয় দিবসকে ঘিরে জাতীয় একাত্মতার উদযাপনেও অংশ নিচ্ছেন তারা।