নিহতদের নেমপ্লেট পরে বিজয় দিবসে প্যারাট্রুপিং করবেন ৬ শান্তিরক্ষী
সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় দিবসের প্যারাট্রুপিং কর্মসূচিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্যারাট্রুপিংয়ে অংশ নিতে যাওয়া ৫৪ জন প্যারাট্রুপারের মধ্যে শেষ ছয়জন নিজেদের নেমপ্লেটের পরিবর্তে শহীদ শান্তিরক্ষীদের নেমপ্লেট পরে প্যারাট্রুপিং করবেন।
সোমবার (১৫ ডিসেম্বর) প্রধান
উপদেষ্টার ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে
বলা হয়, আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা
নিয়ে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে অংশ নেবেন। তাদের মধ্য থেকে শেষ
ছয়জন শহীদ শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই প্রতীকী সম্মান প্রদর্শন করবেন।
এদিকে, শনিবার (১৩ ডিসেম্বর)
সুদানে ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী নিহত এবং আটজন আহত হন। আহতদের
মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শহীদদের পরিচয়
জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, সুদানের
আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে শনিবার স্থানীয়
সময় আনুমানিক বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র
গোষ্ঠী ড্রোন হামলা চালায়।
হামলায় শহীদ শান্তিরক্ষীরা
হলেন— নাটোরের মো. মাসুদ রানা (কর্পোরাল), কুড়িগ্রামের মো. মমিনুল ইসলাম (সৈনিক), রাজবাড়ীর
শামীম রেজা (সৈনিক), কুড়িগ্রামের শান্ত মন্ডল (সৈনিক), কিশোরগঞ্জের মোহাম্মদ জাহাঙ্গীর
আলম (মেস ওয়েটার) এবং গাইবান্ধার মো. সবুজ মিয়া (লন্ড্রি কর্মচারী)।