হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে রাষ্ট্রপক্ষ
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আজ সোমবার (১৫ ডিসেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করবে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। এ উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে দুপুর ১২টায় একটি ব্রিফিং আয়োজন করা হবে বলে জানা গেছে।
এর আগে, জুলাই গণ-অভ্যুত্থানের
সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ
হাসিনাকে পৃথক অভিযোগে মৃত্যুদণ্ডের পাশাপাশি আমৃত্যু কারাদণ্ড দেন। যে অভিযোগে তাকে
আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল, ওই অংশে আরও কঠোর সাজা হিসেবে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
করা হবে এমন অবস্থানের কথা আগেই জানিয়েছিল রাষ্ট্রপক্ষ।
গত ২৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন। তিনি বলেন, আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলে মৃত্যুদণ্ড চাওয়া হবে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আপিল দায়ের করা হবে।