নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘অপরেশন ডেভিল হান্ট ফেইজ-২’ আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এতদিন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স মূলত সামরিক ও বেসামরিক কর্মচারীদের অনুকূলে ইস্যু করা হলেও এবার জাতীয় নির্বাচনের প্রার্থীদের মধ্যে যারা লাইসেন্স চাইবেন, তাদেরও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ‘ফ্যাসিস্ট টেরোরিস্টদের’ দমনের উদ্দেশ্যে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে।
তিনি বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর
অভিযান চলমান রয়েছে। অভিযানের গতি আরও বাড়ানো এবং সন্ত্রাসী তৎপরতা দমনে কোর কমিটি
ফেইজ-২ চালুর সিদ্ধান্ত নিয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ
সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে উপদেষ্টা বলেন, তাদের
জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি পর্যবেক্ষণে একটি কমিটিও গঠন
করা হয়েছে। কমিটি সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত
করবে বলে জানান তিনি।
ওসমান হাদির ওপর হামলার
প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং
দ্রুত জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে
কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করেন। একই সঙ্গে হামলায় জড়িতদের ধরিয়ে দিতে
পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। তিনি ওসমান হাদির
দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।
উপদেষ্টা আরও বলেন, ওসমান
হাদির ওপর হামলাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার অপপ্রয়াস হিসেবে দেখা
হচ্ছে। নির্বাচন বানচাল বা বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হাতে
দমন করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা
বলেন, তার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে এবং সর্বোচ্চ
নিরাপত্তা নিশ্চিত করা হবে।