বিজয় দিবস ঘিরে স্মৃতিসৌধে কড়া নিরাপত্তা
মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় শনিবার (১৩ ডিসেম্বর) থেকে সোমবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দিবসটিকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়েমুছে পরিষ্কার করা হচ্ছে, রং-তুলির আলপনা ও ফুল দিয়ে সাজসজ্জার কাজ চলছে। পাশাপাশি ১৬ ডিসেম্বর ভোরে ভিআইপি ও আমন্ত্রিত অতিথিদের পুষ্পস্তবক অর্পণের সময়ও সাধারণ জনগণের প্রবেশ সীমিত থাকবে বলে জানানো হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের তিনি জানান, ১৬ ডিসেম্বর উপলক্ষে দর্শনার্থীদের জন্য চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা হয়েছে এবং পোশাকে ও সাদা পোশাকে চার হাজারের বেশি ফোর্স মোতায়েন থাকবে।
১৩ ডিসেম্বর থেকেই এ মোতায়েন শুরু হয়েছে এবং ১৬ ডিসেম্বর পর্যন্ত জনগণ যতক্ষণ স্মৃতিসৌধ এলাকায় থাকবে, ততক্ষণ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে বলেও জানান তিনি।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ
আনোয়ার খান আনু বলেন, বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টামণ্ডলীসহ
লাখো মানুষ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সে উপলক্ষে গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে
কমপ্লেক্সকে পরিপাটি করা, লেক সংস্কার, সিসিটিভি স্থাপন এবং নানান ফুলের গাছ লাগিয়ে
সাজসজ্জাসহ আনুষঙ্গিক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি জানান, বীর শহীদদের প্রতি সম্মান
প্রদর্শনের প্রস্তুতি গত ৬ নভেম্বর থেকে পর্যায়ক্রমে চলেছে।