হাদি হামলাকারী ধরিয়ে দিলে ৫০ লাখ পুরস্কার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
শরিফ ওসমান হাদির জন্য সবাই যেন দোয়া করেন। তিনি আশা প্রকাশ করেন, সবার দোয়ায় হাদি
সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসতে পারবেন। একই সঙ্গে তিনি জানান, হামলার সঙ্গে জড়িতদের
গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে এবং সবার সহযোগিতায় দ্রুতই
অভিযুক্তদের আটক করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
আসন্ন নির্বাচনে প্রার্থীদের
নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের সবার নিরাপত্তা নিশ্চিত
করা হবে। তিনি আরও জানান, এতদিন মূলত সরকারি কর্মচারীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হলেও
এখন নির্বাচনে অংশগ্রহণকারীরা প্রয়োজন মনে করলে তাদেরও লাইসেন্স দেওয়া হবে। পাশাপাশি
যাদের অস্ত্র জমা আছে, সেগুলো ফেরত দেওয়ার কথাও বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও
জানান, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর
এবং এ বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপরাধীদের জামিন প্রসঙ্গে
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তার করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর হলেও জামিন
দেওয়ার ক্ষমতা আদালতের। তবে অভিযুক্তদের আইনের আওতায় আনতে সরকারের চেষ্টা অব্যাহত থাকবে
বলে জানান তিনি।
এদিকে ২৫ ডিসেম্বর বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এ বিষয়ে নিরাপত্তা শঙ্কা আছে কি না
জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। প্রয়োজনীয়
সব প্রস্তুতি নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।