হাদির অবস্থার উন্নতি,নেওয়া হয়েছে ওটিতে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ।
তিনি বলেন, হাসপাতালে আনার সময় হাদীর অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে রক্তচাপ কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে তার মাথার ভেতরে গুলি আছে এবং কানের পাশেও গুলি লেগেছে। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার দুপুর
আড়াইটার কিছু আগে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজ শেষে মতিঝিল-বিজয়নগর কালভার্ট এলাকা
দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার বাম কানের নিচে লাগে। গুলি ছুড়ে তারা পালিয়ে যায়। পরে হাদীকে রিকশায় করে দ্রুত
হাসপাতালে নেওয়া হয়।
এদিকে, গত মাসে (নভেম্বর)
দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন হাদী। গত ১৪ নভেম্বর
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, তাকে হত্যা, বাড়িতে আগুন দেওয়া এবং পরিবারের
নারীদের নিয়ে ভয়াবহ হুমকি দেওয়া হয়েছে।