ন্যায্য দাবি আদায়ে কর্মবিরতিতে মেট্রোরেল কর্মচারীরা
আগামীকাল শুক্রবার (১১ ডিসেম্বর) থেকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন। তারা জানান, গত ৯ ডিসেম্বরের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না হওয়ায় তাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মবিরতির ফলে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে এবং যাত্রীদের দুর্ভোগ বাড়বে।
ডিএমটিসিএল কর্মচারীরা দাবি করছেন, প্রতিষ্ঠার পর ১২ বছর পেরিয়ে গেলেও
তাদের জন্য কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। ২০২২ সালে মেট্রোরেলের বাণিজ্যিক অপারেশন শুরু হওয়ার
পর থেকে কর্মচারীরা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত।
বিশেষ করে, ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি ও ওভারটাইম সুবিধা পেতে তারা বাধাগ্রস্ত
হচ্ছেন।
এছাড়া, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটি সার্ভিস রুল প্রণয়নের
নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি। ২০ মার্চের মধ্যে রুল চূড়ান্ত করার আশ্বাসও অক্ষত
রয়ে গেছে। কর্মচারীরা দাবি করছেন, কোনো আশ্বাস
নয়, শুধু প্রকাশিত সার্ভিস রুলই তাদের সমস্যার সমাধান করতে পারবে।
এ বিষয়ে দ্রুত পদক্ষেপের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে কর্মচারীরা।