মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার মূল আসামি আয়েশা গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি হিসেবে শনাক্ত কথিত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশের একটি সূত্র জানায়, বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের ওই বাসায় লায়লা ফিরোজ (৪৮) এবং তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনার পরপরই অভিযুক্ত আয়েশা পালিয়ে যান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তার গতিবিধির একটি টাইমলাইন সামনে আসে সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরা অবস্থায় তাকে লিফটে উঠে ৭ তলায় যেতে দেখা যায়।
এরপর সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক লাগানো, কাঁধে একটি ব্যাগ নেওয়া এবং স্কুল
ড্রেস পরিহিত অবস্থায় ভবন থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাকে। এই ফুটেজ ও অন্যান্য আলামত
ধরে পুলিশ তার অবস্থান শনাক্ত করে গ্রেফতারে যায়।
নিহত নাফিসা মোহাম্মদপুর
প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য তৈরি
হয় এবং তদন্তে পুলিশ নিহতদের বাসা, আশপাশের সিসিটিভি ফুটেজ, সংশ্লিষ্টদের বক্তব্যসহ
বিভিন্ন তথ্য সংগ্রহ করে। গ্রেফতার আয়েশাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের উদ্দেশ্য,
ঘটনার বিস্তারিত এবং পালিয়ে যাওয়ার রুট সম্পর্কে আরও তথ্য বের করার চেষ্টা চলছে বলে
জানা গেছে।