রোহিঙ্গাদের সহয়তায় ১১.২ মিলিয়ন ডলার যুক্তরাজ্য-কাতারের
কক্সবাজারে অবস্থানরত ছয় লাখ ৪৭ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী এবং আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১ কোটি ১২ লাখ (১১.২ মিলিয়ন) মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য ও কাতার।
রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, শিবিরের
ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং পরিবেশগত ক্ষয়ক্ষতি কমাতে এই তহবিল ব্যয়
করা হবে। গত কয়েক বছরে জ্বালানি কাঠের চাহিদা বেড়ে যাওয়ায় ক্যাম্পসংলগ্ন এলাকায় বন
উজাড়ের প্রবণতা তীব্র হয়েছে এমন প্রেক্ষাপটে সহায়তার একটি বড় অংশ পরিবেশ সুরক্ষা
ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনায় ব্যবহার করা হবে। বিশেষ করে ক্যাম্পে এলপিজি সরবরাহ
বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে জ্বালানি কাঠের ওপর নির্ভরতা কমে এবং আশপাশের বনাঞ্চল
রক্ষায় সহায়ক হয়।
যুক্তরাজ্য ও কাতার জানিয়েছে,
তারা যৌথভাবে কক্সবাজারে আরও নিরাপদ, স্বাস্থ্যকর এবং টেকসই পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের পালিয়ে আসার পর থেকে কক্সবাজার বিশ্বের
অন্যতম বৃহৎ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আবাসস্থল হিসেবে বিবেচিত হয়ে আসছে।