আগারগাঁওয়ে ভোরে গ্যাস বিস্ফোরণে ছয়জন দগ্ধ
রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় ভোরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। পরে সকাল পৌনে ৮টার দিকে স্বজনরা নারী ও শিশুসহ দগ্ধ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান।
পরিবারটি আগারগাঁওয়ের পাকা মার্কেট-সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের পাশের একটি বাসায় বসবাস করতেন বলে স্বজনরা জানিয়েছেন।
দগ্ধদের হাসপাতালে পৌঁছে দেওয়া আফরান মিয়া বলেন, ভোরে হঠাৎ করে বাসার ভেতরে বিস্ফোরণের শব্দ হয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারের একাধিক সদস্য দগ্ধ হন। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প সূত্র জানায়, আগারগাঁও এলাকা থেকে দগ্ধ ছয়জনকে বার্ন ইউনিটে আনা হয়েছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে ড্রেসিংসহ জরুরি চিকিৎসা শুরু করেছেন। তবে চিকিৎসা প্রক্রিয়া চলমান থাকায় এই মুহূর্তে দগ্ধের মাত্রা সম্পর্কে নিশ্চিত তথ্য বলা যাচ্ছে না। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।