খাগড়াছড়ির ঘটনায় অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা: র্যাব মহাপরিচালক
খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনার পর আসামি গ্রেপ্তার হলেও একটি মহল আইন-শৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ‘সময় সাময়িক বিষয়ে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
র্যাব মহাপরিচালক বলেন, "পাহাড়ে তুচ্ছ ঘটনাকে বড় করে তুলে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। ইতোমধ্যে আসামি গ্রেপ্তার হয়েছে, তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হয়।"
এ কে এম শহিদুর রহমান আরও জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, "আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে ইতিবাচক অগ্রগতি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লুট হওয়া অস্ত্র বাইরে থাকা দেশের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে র্যাব প্রতিনিয়ত অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধারে কাজ করছে।"
জাতীয় নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান র্যাব মহাপরিচালক। তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।