ফেরত এসেছে ৩৮ কোটি টাকা!
সৌদি আরব থেকে ফেরত এসেছে হজের অব্যয়িত প্রায় ৩৮ কোটি টাকা। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত আট বছরে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘মাসার নুসুক’ প্ল্যাটফর্মে জমা থাকা এ টাকা ফেরত দেওয়া হয়েছে বাংলাদেশি ৯৯০টি হজ এজেন্সিকে। মোট ফেরত আসা অর্থের পরিমাণ ৩৭ কোটি ৯৪ লাখ টাকা।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
তিনি বলেন, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজযাত্রীদের হজ পালনের জন্য সৌদি প্রান্তের খরচ নির্বাহের উদ্দেশ্যে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘মাসার নুসুক’ প্ল্যাটফর্মে আইবিএএন হিসাবের মাধ্যমে অর্থ পাঠানো হয়ে থাকে। গত আট বছরে কিছু অর্থ অব্যয়িত থেকে যায়, যা ফেরত আনার জন্য হজ এজেন্সিগুলোর পক্ষ থেকে অনুরোধ করা হয়।
ধর্ম উপদেষ্টা আরও জানান, ধর্মবিষয়ক মন্ত্রণালয় কয়েক দফা পত্র প্রেরণ ও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিষয়টি অনুসরণ করে। এর ধারাবাহিকতায় সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ হজ অফিসের ‘মাসার নুসুক’ প্ল্যাটফর্মের আইবিএএন হিসাব থেকে অব্যয়িত টাকা ফেরত দিয়েছে।
তিনি বলেন, “ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ধারাবাহিক প্রচেষ্টা ও কূটনৈতিক যোগাযোগের ফলেই এই অর্থ ফেরত আনা সম্ভব হয়েছে। ইতোমধ্যে ফেরত আসা টাকাগুলো বাংলাদেশ হজ অফিসের সৌদি-ফরাসি ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ইমতিয়াজ হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক এবং উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ।