শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৭টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি
ও প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র
বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। দিবসটি
উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা
জানিয়ে পৃথক বাণীও দিয়েছেন।
উল্লেখ্য, পাকিস্তানি হানাদার
বাহিনীর আত্মসমর্পণের মাত্র দু’দিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতের আঁধারে ঘাতকচক্র
ঢাকা শহরসহ বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ চালায়। সেদিন শিক্ষক,
সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী-সাহিত্যিক, সংস্কৃতিসেবীসহ বিভিন্ন পেশার
কৃতীজনদের চোখ বেঁধে তুলে নিয়ে অমানুষিক নির্যাতনের পর হত্যা করা হয়। পরদিন সকালে মিরপুরের
ডোবা-নালা এবং রায়েরবাজার ইটখোলায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় অনেক নিথর দেহ—কারও
শরীর বুলেটবিদ্ধ, কারও শরীর নির্যাতনে ক্ষতবিক্ষত, অনেককে হাত পেছনে বেঁধে বেয়নেট দিয়ে
খুঁচিয়ে হত্যা করা হয়েছিল।
প্রতিবছর ১৪ ডিসেম্বর শোকাবহ
পরিবেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। এদিন দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা
হয় এবং শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন করা হয়।