সুদানে ৬ শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা
যুদ্ধবিধ্বস্ত সুদানে জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। হামলায় আরও আটজন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। নিহত ও আহত সবাই আবিয়ের জন্য জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী ইউএনআইএসএফএ তে কর্মরত ছিলেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে জানান, সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষা লজিস্টিকস ঘাঁটিকে লক্ষ্য করে চালানো এই ভয়াবহ ড্রোন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, জাতিসংঘ
শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে
পারে। দক্ষিণ কোরদোফানে শান্তিরক্ষীদের ওপর হামলার মতো ঘটনাগুলোর জন্য জবাবদিহিতা নিশ্চিত
করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
সুদানের সেনাবাহিনী হামলার
জন্য আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করেছে। দেশটিতে সেনাবাহিনী
ও আরএসএফ-এর মধ্যে গত দুই বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। এক বিবৃতিতে সেনাবাহিনী
দাবি করেছে, এই হামলা বিদ্রোহী মিলিশিয়া ও তাদের পেছনে থাকা শক্তিগুলোর ধ্বংসাত্মক
দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এদিকে সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ
করে, যেখানে তাদের ভাষ্য অনুযায়ী জাতিসংঘের স্থাপনার ওপর ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে
দেখা যায়।
এ ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী
সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি নিহতের সংখ্যা
ছয় এবং আহতের সংখ্যা আট উল্লেখ করে বলেন, তিনি এই হামলায় গভীরভাবে শোকাহত। একই সঙ্গে
তিনি জাতিসংঘকে অনুরোধ জানান, বাংলাদেশি শান্তিরক্ষী সদস্যদের জন্য প্রয়োজনীয় সব জরুরি
সহায়তা নিশ্চিত করতে।