বিজয় দিবসে পাঁচ বন্দির মুক্তি
আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন কারাগারে থাকা পাঁচ বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিজয় দিবসকে
সামনে রেখে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লঘু অপরাধে কারাভোগরত বন্দিদের মধ্য থেকে পাঁচজনের
অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ জারি করা হয়েছে। আদেশ প্রাপ্তির পর থেকেই তা কার্যকর
হবে এবং সংশ্লিষ্ট কারাগার কর্তৃপক্ষ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মুক্তি প্রক্রিয়া
বাস্তবায়ন করবে।
কারা অধিদপ্তর সূত্রে জানা
গেছে, জাতীয় দিবসগুলো উপলক্ষ্যে মানবিক বিবেচনায় এবং কারাগারের ভিড় কমাতে কখনও কখনও
লঘু অপরাধে দণ্ডপ্রাপ্ত কিছু বন্দির সাজা মওকুফের ব্যবস্থা নেওয়া হয়। এবারের সিদ্ধান্তও
সেই ধারাবাহিকতার অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।