অপরাধ বন্ধের কোনো ম্যাজিক সুইচ আমার হাতে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে সব ধরনের অপরাধ পুরোপুরি বন্ধ করে দেওয়ার মতো ‘কোনো ম্যাজিক’ তার কাছে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের লক্ষ্যে সার্বিক
প্রস্তুতি চলমান রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের পূর্বপ্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে। তার মতে, নির্বাচন ঘিরে প্রস্তুতি ‘খুবই ভালো’ এবং বিভিন্ন বাহিনী প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম
চালিয়ে যাচ্ছে যা জানুয়ারির মধ্যেই শেষ হবে বলে তিনি আশা প্রকাশ
করেন।
ভোটের দিন আইনশৃঙ্খলা নিশ্চিত
করতে নেওয়া পদক্ষেপের কথাও জানান তিনি। বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের
বডি ক্যামেরা থাকবে, যাতে পরিস্থিতির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়। পাশাপাশি
প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও
জানান তিনি।
অপরাধ নিয়ন্ত্রণ প্রসঙ্গে
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের আগেই সব অপরাধ বন্ধ হয়ে যাবে এমন নিশ্চয়তা তিনি দিতে পারেন না। যদি আমার
কাছে কোনো ম্যাজিক থাকত বা এমন কোনো সুইচ থাকত যে অফ করলেই এসব বন্ধ হয়ে যাবে, তাহলে
সেটা করে দিতাম। আমার কাছে এমন কোনো ম্যাজিক নেই, বলে জানান তিনি।
জাতীয় পার্টি প্রসঙ্গে
তিনি বলেন, বর্তমানে সব রাজনৈতিক দল মাঠে রয়েছে। তবে কেউ কেউ মাঠে সক্রিয় না হয়ে ঘরে
বসে রাজনীতি করতে চান এবং তাদের দলীয় কার্যালয় নিয়েও কিছু সমস্যা আছে বলে মন্তব্য করেন
স্বরাষ্ট্র উপদেষ্টা।