খালেদার চিকিৎসায় এভারকেয়ারে চীনা মেডিকেল দল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রবেশ করেছেন চীনের চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল।
হাসপাতাল সূত্রে জানা যায়, ডা. চাই জিয়ানফাংয়ের নেতৃত্বে মেডিকেল দলটি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে হাসপাতালের সিসিইউতে প্রবেশ করে।
মেডিকেল দল খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন বলে জানা গেছে।
প্রথমে চীনের এ চিকিৎসক দলে সদস্য থাকলেও পরে আরও দুজন যুক্ত হন। বিশেষজ্ঞরা খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা প্রক্রিয়া পর্যালোচনা করছেন এবং স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতা অব্যাহত থাকবে।
এর আগে গত ১ ডিসেম্বর খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে প্রধান উপদেষ্টার কার্যালয়। এরপর থেকে এভারকেয়ার হাসপাতালে তার নিরাপত্তায় কাজ শুরু করেছে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)।
২৩ নভেম্বর শারীরিক পরীক্ষার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। তিনি বর্তমানে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন।
৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।