দেশে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে প্রবাসীদের
দেশে ছুটি কাটাতে আসা প্রবাসীরা ৬০ দিন পর্যন্ত নিবন্ধন ছাড়া স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। এর বেশিদিন থাকলে অবশ্যই তাকে বাধ্যতামূলক নিবন্ধন করতে হবে।
সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি যৌথভাবে এই সিদ্ধান্ত নেয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএমইটি নিবন্ধন কার্ডধারী প্রবাসীরা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি আরও দুটি ফোন নিয়ে আসতে পারবেন। চতুর্থ ফোনের জন্য শুল্ক দিতে হবে। পাশাপাশি যাদের বিএমইটি কার্ড নেই, তারা একটি অতিরিক্ত ফোন শুল্ক ছাড়া আনতে পারবেন।
একই সাথে ওই সভায় সিদ্ধান্ত হয়েছে বৈধভাবে আমদানি করা মোবাইল ফোনের শুল্ক উল্লেখযোগ্য হারে কমানো হবে।
বর্তমানে বৈধ আমদানি শুল্ক প্রায় ৬১ শতাংশ। এই পদক্ষেপ দেশের মোবাইল ডিভাইস ইন্ডাস্ট্রি ও স্থানীয় ফ্যাক্টরির উৎপাদন খরচ কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
প্রবাসী ও সাধারণ গ্রাহকদের নামে অন্য কেউ তাদের নামে নিবন্ধিত সিম ব্যবহার করছে কি না সেই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। সাইবার অপরাধ, অনলাইন স্ক্যামিং বা মোবাইল ব্যাংকিং সম্পর্কিত ঝুঁকি এড়াতে সবসময় নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার করারও পরামর্শ দেওয়া হয়েছে।
সভায় বিদেশ থেকে পুরোনো ফোনের ডাম্পিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫ মোবাইল সিম ও আইএমইআই নিবন্ধনের তথ্য সুরক্ষার নিশ্চয়তা দেবে এবং লঙ্ঘনকারীদের জন্য কঠোর আইনি ব্যবস্থা অন্তর্ভুক্ত করবে বলেও জানানো হয়েছে।