"লাশগুলো এমনভাবে পুড়ে গেছে যে শনাক্ত করা খুব কঠিন"
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ১০ জনকে স্বজনরা শনাক্ত করেছেন। শনাক্ত না হওয়া লাশগুলোর ডিএনএ নমুনা সংরক্ষণ করা হচ্ছে। যেসব লাশ দাবি করা হবে না, সেগুলো কিছুদিন পর আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, “মিরপুরে রাসায়নিক কারখানা ও পোশাক কারখানায় আগুনে ১৬ জনের মৃতদেহ আমরা পেয়েছি। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারী। লাশগুলো এমনভাবে পুড়ে গেছে যে শনাক্ত করা খুব কঠিন। এখন পর্যন্ত ১০ জনের স্বজন দাবি করেছেন, তারা তাদের প্রিয়জনকে শনাক্ত করতে পেরেছেন।”
তবে কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও পুলিশ শনাক্ত প্রক্রিয়া যাচাই না করে লাশ হস্তান্তরে সতর্কতা অবলম্বন করছে বলে জানান তিনি।
“আমরা সবার ডিএনএ স্যাম্পল সংরক্ষণ করছি। যারা দাবি করছে, যাচাইয়ের পর লাশ তাদের হস্তান্তর করা হবে। যেসব লাশ কেউ দাবি করবে না, সেগুলো কয়েকদিন সংরক্ষণ করে পরে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে,” বলেন ঢামেক পরিচালক।
তিনি আরও জানান, মিরপুর থানা পুলিশ ও জেলা প্রশাসন যৌথভাবে বিষয়টি দেখছে। “আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব শনাক্ত লাশ স্বজনদের কাছে হস্তান্তর করতে,” যোগ করেন তিনি।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে মিরপুরের শিয়ালবাড়ি ৩ নম্বর সড়কে একটি কারখানা ভবন ও রাস্তার অপর পাশে থাকা রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ জন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।