মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি শিশু আহত
কক্সবাজারের টেকনাফ সীমান্তের
ওপারে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ, আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনী
ত্রিমুখী সংঘর্ষ চলছে। এবার সেখান থেকে ছোড়া এক গুলিতে আহত হয়েছে বাংলাদেশি এক শিশু।
রবিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কাছে টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছীব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে হোয়াইক্যং সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে তোতারদ্বীপ এলাকায় ব্যাপক গোলাগুলি চলছিল।
এরই মধ্যে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। এছাড়া রবিবার সকালে গুলি করতে করতে আরাকান আর্মির সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় এক শিশু ও এক যুবক। পরে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পরপরই ক্ষুব্ধ ও
আতঙ্কিত স্থানীয়রা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। সীমান্তে নিরাপত্তা জোরদারসহ বিজিবির
কাছে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘গুলিতে এক শিশু আহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।’
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, ‘শিশুটি গুলিবিদ্ধ হয়েছে। প্রথমে মারা যাওয়ার কথা শোনা গেলেও সেটি সঠিক নয়। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। ’