ছাতক সিমেন্ট কোম্পানির উৎপাদন ফের শুরু হবে: শিল্প উপদেষ্টা
শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ছাতক সিমেন্ট কোম্পানির বিদ্যমান ওয়েট প্রসেস পদ্ধতি ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) সুনামগঞ্জের ছাতকে ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড
পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পথ অনুসরণ করেই আগামীর
নির্বাচিত সরকার দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন শিল্পকারখানা
স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।’
পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী,
শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এলজিইডির প্রধান
প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা এবং ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক
মো. আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে উপদেষ্টা ছাতকে এলজিইডির বাস্তবায়নাধীন ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন শীর্ষক প্রকল্পের আওতায় ছাতক-কাটাখালী ভায়া দোয়ারাবাজার সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন।