প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিন শুক্রবার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়ন চ্যালেঞ্জ করে শুক্রবার
(৯ জানুয়ারি) আপিল করার শেষ দিন।
শনিবার (১০ জানুয়ারি) থেকে
নির্বাচন কমিশনের পূর্ণ বেঞ্চে আপিলের শুনানি শুরু হবে।
কমিশন সূত্রে জানা গেছে,
এবার মোট দুই হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে প্রাথমিক যাচাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে
এক হাজার ৮৪২টি। বাতিল হয়েছে মোট ৭২৩টি। এর মধ্যে গত পাঁচ দিনে বৈধতা ফিরে পেতে ৪৬৯টি
আপিল আবেদন জমা পড়েছে। কমিশন প্রতিদিন গড়ে ৭০টি করে আপিলের শুনানি করবে।
আপিল আবেদনের প্রথম দিন
জমা পড়ে ৪২টি, দ্বিতীয় দিন ১২২টি, তৃতীয় দিন ১৩১টি এবং চতুর্থ দিন বৃহস্পতিবার (৮ জানুয়ারি)
সর্বোচ্চ ১৭৪টি আবেদন জমা হয়।
ইসি সূত্র আরও জানায়, ১০
জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলের শুনানি চলবে। কমিশনের রায়ে যারা সন্তুষ্ট
হতে পারবেন না, তারা উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।