ওসমান হাদির মৃত্যুতে বিসিবি-বাফুফের শোক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। আগামী শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের ক্রীড়াঙ্গনের দুই শীর্ষ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিক
মাধ্যম ফেসবুক পেজে হাদির ছবি যুক্ত করে বিসিবি লেখে, শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর
শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রাত ১২টায় শোকবার্তা জানিয়ে
বাফুফে লেখে, আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস
ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন।
বাফুফে আরও লিখেছে, বাংলাদেশ
ফুটবল ফেডারেশন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি
গভীর সমবেদনা জানাচ্ছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)
রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান বিন হাদি
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত ১২ ডিসেম্বর দুপুরে
আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাকে সিঙ্গাপুরে
নিয়ে যাওয়া হয়।