আজ প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা প্রকাশ হচ্ছে না
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের
ঘটনার পর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রথম আলো
ও দ্য ডেইলি স্টার—দুটি সংবাদমাধ্যমের মুদ্রিত পত্রিকা প্রকাশিত হচ্ছে না। বৃহস্পতিবার
(১৮ ডিসেম্বর) মধ্যরাতে পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি
বাংলা।
পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা
জানান, রাতে আকস্মিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে কর্মীদের দ্রুত
অফিস ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এতে অফিসের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ফলে
শুক্রবারের সংখ্যা ছাপানো সম্ভব হয়নি। একই সঙ্গে আপাতত দুই পত্রিকার অনলাইন কার্যক্রমও
ব্যাহত হয়েছে বলে জানা গেছে।
খবর অনুযায়ী, ইনকিলাব মঞ্চের
মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত আনুমানিক
১২টার দিকে একদল লোক প্রথমে প্রথম আলো এবং পরে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায়। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার সময় পত্রিকা দুটির কিছু সাংবাদিক ও কর্মী
ভবনের ভেতরে আটকা পড়েন বলে জানা যায়। পরে সেনা, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস, এবং আটকে পড়া কর্মীদের
উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজন ফায়ার ফাইটার আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ডেইলি স্টার ভবনের
সামনে বিক্ষোভকারীদের হাতে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর হেনস্তার
শিকার হয়েছেন বলেও জানা গেছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে
তাকে ধাক্কাধাক্কি ও চুল টানার মতো আচরণের দৃশ্য দেখা যায়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার
রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর দেশে পৌঁছায়। এ মৃত্যুর পর রাজধানীর শাহবাগসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির
খবরও পাওয়া যায়। হাদির মৃত্যুতে অন্তর্বর্তী সরকার আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের
রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।