লুটপাটের দায় পুরো ব্যাংকের কর্মকর্তাদের: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের
গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কোনো ব্যাংকে লুটপাট বা ক্ষতি হলে তার দায় শুধু
সংশ্লিষ্ট কর্মকর্তার নয়, পুরো ব্যাংকের কর্মকর্তাদের হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর পল্টনে
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে তিনি বলেন, নিচের লেভেলেও যদি কোনো
কর্মকর্তা ব্যাংকের ক্ষতি হয় এমন কাজ চুপচাপ রাখে এবং কর্তৃপক্ষকে জানায় না, তবে
তারা পানিশমেন্টের আওতায় আসবে।
গভর্নর
বলেন, ব্যাংক কর্মকর্তা যেন সবসময় ভাবেন, “এখানে আমারও ক্ষতি হবে, আমার
পরিবারেরও ক্ষতি হবে”, তাই ব্যাংকের স্বার্থে সতর্ক
থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, ২০ কোটি টাকার বেশি সব ঋণ
নতুনভাবে যাচাই করা হবে এবং ঋণের জামানত ঠিক না থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও
পরিচালকদের জবাবদিহি করতে হবে।
ড. আহসান মনসুর দেশের ব্যাংকিং
খাতে আস্থা ফেরাতে আংশিকভাবে সফল হওয়া উল্লেখ করে বলেন, বাংলাদেশ ব্যাংকের
স্বাধীনতা ও ভালো নেতৃত্বের প্রয়োজন, যা নিশ্চিত করতে সরকারকে নতুন আইন প্রণয়নের
অনুরোধ জানানো হয়েছে।