হাদিকে সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র
ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে
নেওয়ার চেষ্টা চলছে। সেখানে তার মাথায় প্রয়োজনীয় একটি জটিল অস্ত্রোপচারের চেষ্টা করা
হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তবে যুক্তরাজ্যে নেওয়ার আগে দীর্ঘ ভ্রমণের জন্য
তার শারীরিক অবস্থা উপযোগী কি না সে বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের ‘সবুজ সংকেত’ পাওয়াটাই
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ইনকিলাব
মঞ্চের শীর্ষ একজন নেতা এবং সরকারের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত
করেছে। সূত্রের দাবি, ওসমান হাদির ক্ষেত্রে অত্যন্ত জটিল ধরনের অস্ত্রোপচার প্রয়োজন
হলেও সিঙ্গাপুরের হাসপাতালে এ ধরনের অপারেশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থাপনা নেই। এ কারণে
যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়ার পরিকল্পনা সামনে এসেছে,
যেখানে এ ধরনের অস্ত্রোপচারে তুলনামূলকভাবে উন্নত সুবিধা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র জানায়, শুরুতে ইনকিলাব
মঞ্চ এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যে অবস্থানরত কয়েকজন শুভাকাঙ্ক্ষী ব্যক্তিগত উদ্যোগে
তাকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা শুরু করেন। পরবর্তীতে বিষয়টি গুরুত্ব পেয়ে সরকারের
পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে। একজন উপদেষ্টা এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও
জানা গেছে।
তবে চিকিৎসকদের অনুমোদনই
এখানে নির্ধারক। সিঙ্গাপুরের চিকিৎসকরা যদি মনে করেন, রোগীর বর্তমান অবস্থায় দীর্ঘ
সফর ঝুঁকিপূর্ণ তাহলে তাকে যুক্তরাজ্যে নেওয়ার উদ্যোগ বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে।
এদিকে বিষয়টি নিয়ে সামাজিক
যোগাযোগমাধ্যমেও উদ্বেগ ও দোয়ার আহ্বান দেখা গেছে। আইনজীবী সাইফ উদ্দিন খালেদ তার ভেরিফায়েড
ফেসবুক পোস্টে লেখেন, ‘হাদিকে ইউকে আনার চেষ্টা চলছে। সবার কাছে দোয়ার অনুরোধ।’ একইভাবে
এবি পার্টির মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু তার পোস্টে জানান, প্রয়োজনীয় অপারেশনের উপযুক্ত
ব্যবস্থাপনা সিঙ্গাপুরে সম্ভব নয় বলে তিনি মনে করেন, এবং তাকে বার্মিংহামে নেওয়া গেলে ‘শেষ একটা চেষ্টা’ করা যেতে পারে।