কুরিয়ার সেকশন থেকেই কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত!
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানবন্দরের কুরিয়ার সেকশন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানান। এর আগে শনিবার (১৮ অক্টোবর) এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরবর্তীতে ৩৭টি ফায়ার সার্ভিস ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যরা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ ২২ ঘণ্টা চেষ্টার পর রোববার সকাল নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, আগুনে কোটি কোটি টাকার পণ্যদ্রব্য পুড়ে গেছে। এতে দেশের অন্যতম রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেবিচক জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুরিয়ার সেকশনের কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।