রোহিঙ্গাদের পাশে আবারও দক্ষিণ কোরিয়া, পাঠিয়েছে ২০ হাজার টন চাল!
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে ২০ হাজার টন চাল পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এই চাল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বিতরণ করবে।
বুধবার (৮ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দূতাবাস জানায়, দক্ষিণ কোরিয়ার কৃষি, খাদ্য ও পল্লী বিষয়ক মন্ত্রণালয় (এমএএফআরএ) গত ১ অক্টোবর গুনসান বন্দরে একটি জাহাজের মাধ্যমে এ চাল পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর তারাজুল ইসলাম, কোরিয়ার কৃষি মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক, জাতিসংঘ ডব্লিউএফপির উপ-আঞ্চলিক পরিচালক এবং স্থানীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কাউন্সেলর তারাজুল ইসলাম বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য কোরিয়ান সরকারের ধারাবাহিক মানবিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা জানান।
দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরে ডব্লিউএফপির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তা দিয়ে আসছে। নতুন এই চাল সহায়তা রোহিঙ্গা শিবিরে বসবাসরত প্রায় দশ লাখ শরণার্থীর খাদ্য নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।