‘এমপিদের সব কাজের এখতিয়ার দিলে অনিময় হবেই’
সংসদ সদস্যদের দায়িত্ব আরও স্পষ্ট করার পাশাপাশি তাদের কার্যপ্রণালীর সুনির্দিষ্ট সীমা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, দায়িত্ব ও এখতিয়ারের সীমা নির্ধারিত না থাকলে অনিয়মের ঝুঁকি বাড়ে।
রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীতে
নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘এমপিদের দায়িত্ব স্পষ্ট করতে হবে। তাকে সব কাজের এখতিয়ার দিয়ে দিলে, তিনি অনিয়ম করবেনই।’
এসময় রাজনীতিবিদ ও আমলাদের
পারস্পরিক সম্পর্কেও পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি সমালোচনা করেন। তার মতে, আগে
রাজনীতিবিদরা আমলাদের কাছে যেতেন; এখন অনেক ক্ষেত্রে আমলারা রাজনীতিবিদদের কাছে গিয়ে
নতি স্বীকার করছেন এবং নিজেদের ‘আপনার লোক’ হিসেবে পরিচয় দিচ্ছেন যা প্রশাসনিক শৃঙ্খলা
ও জবাবদিহিতার জন্য অশনিসংকেত।
বিচার বিভাগের স্বাধীনতার
প্রসঙ্গ টেনে ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, বিচার বিভাগের স্বাধীনতা যাতে অনিয়ন্ত্রিত
ক্ষমতা প্রয়োগের হাতিয়ার হয়ে না ওঠে, সেদিকেও সবার নজর রাখা প্রয়োজন। তিনি এ বিষয়ে
দায়িত্বশীল মহলকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।