খাগড়াছড়িতে অস্থিরতা: স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের ইন্ধনে সৃষ্ট
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, খাগড়াছড়িতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে। তিনি এই মন্তব্য করেছেন সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেই উদ্দেশ্যে কিছু মহল ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। পার্বত্য চট্টগ্রামের উপদেষ্টা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন।
তিনি আরও জানান, পাহাড়ের ওপর থেকে কিছু সন্ত্রাসী গুলি চালিয়েছে, যা বিদেশ থেকে আসে। এ ধরনের ঘটনা প্রতিহত করতে সবার সহযোগিতা প্রয়োজন। পাহাড়ে আটকে পড়া পর্যটকদের মধ্যে অধিকাংশকে ইতোমধ্যেই ফিরিয়ে আনা হয়েছে এবং বাকিদেরও ফিরিয়ে আনা হবে।
স্বাস্থ্য এবং নিরাপত্তা বজায় রেখে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করার জন্য সাধারণ জনগণকে সহায়তার আহ্বান জানান তিনি।
ডিএমপির পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।