“৫৪ বছর পূর্তি: কিলো ফ্লাইট স্মরণে বিমানবাহিনীর অনুষ্ঠান”
বাংলাদেশ বিমানবাহিনী প্রতিষ্ঠার ৫৪ বছর পূর্তি উদযাপন করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে ডকুমেন্টারি প্রদর্শন, মসজিদে দোয়া ও মোনাজাত এবং প্রীতিভোজ।
বিজয়ী মহান মুক্তিযুদ্ধের সময় কিলো ফ্লাইট গঠন করে ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর বিমানবাহিনী যাত্রা শুরু করে। ৫৭ জন সদস্যের সঙ্গে ভারতীয় নাগাল্যান্ডের ডিমাপুরে কিলো ফ্লাইট প্রথম কার্যক্রম শুরু করেছিল। এই দলের মাধ্যমে ৫০টিরও অধিক বিমান অভিযান পরিচালনা করা হয়, যা মুক্তিযুদ্ধে দেশের বিজয়কে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
উদযাপনের অংশ হিসেবে ঢাকা এলাকার বিমানবাহিনী ঘাঁটি বাশার, তেজগাঁও-এ সব সদস্য ও প্রাক্তন বিমানবাহিনী প্রধানদের উপস্থিতিতে সমন্বিত প্রীতিভোজের আয়োজন করা হয়।