“জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমান বাহিনী ১৯০ জন সদস্য”
বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের ১৯০ জন সদস্য প্রতিস্থাপন করছে।
আইএসপিআর জানিয়েছে, এ উপলক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন কঙ্গো গামী সদস্যদের উদ্দেশ্যে বিমান বাহিনী সদর দপ্তরে ব্রিফিং করেন। তিনি শান্তিরক্ষীদের সততা, পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এছাড়া ধর্মীয় মূল্যবোধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য গুরুত্বারোপ করেন।
প্রসঙ্গত, কঙ্গোতে অবস্থানরত কন্টিনজেন্টটি নতুন সদস্যদের দ্বারা প্রতিস্থাপনের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর ১৯০ জন সদস্য ইথিওপিয়ান এয়ারলাইন্সের ভাড়াকৃত বিমানে কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর মো. এনামুল করিম, যাঁরা বিবাদমান সংঘাত নিরসনে দক্ষতা ও পেশাদারিত্ব প্রদর্শন করে দেশ ও বিমান বাহিনীর সুনাম বৃদ্ধি করেছেন।
বিদায়ী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে শান্তিরক্ষীদের বিদায় জানান।