যুবসমাজ জাতির ক্রান্তিকালে অগ্রণী ভূমিকা রাখে: প্রধান উপদেষ্টা ইউনূস
বাংলাদেশের মোট জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশই যুবসমাজ, যারা জাতির প্রতিটি ক্রান্তিকালে সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১২ আগস্ট) জাতীয় যুব দিবস ২০২৫ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, “এবারের ‘জাতীয় যুব দিবস ২০২৫’ দেশব্যাপী উদযাপিত হচ্ছে এবং এটি আন্তর্জাতিক যুব দিবসের সঙ্গেও মিলিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব তারুণ্যদীপ্ত যুবসমাজকে আমি আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাই।”
ইউনূস জানান, অন্তর্বর্তীকালীন সরকার কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বহুমুখী প্রশিক্ষণ দিচ্ছে। সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের কার্যক্রম ত্বরান্বিত করে নেতৃত্ব গঠন, সামাজিক মর্যাদা বৃদ্ধি, সৃজনশীল প্রতিভার বিকাশ, ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হচ্ছে।
তিনি বলেন, "প্রশিক্ষিত যুবকদের বিনা জামানতে ক্ষুদ্র ঋণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে এবং যুব ঋণের সিলিংও বাড়ানো হয়েছে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতেও সরকার আন্তরিক।"
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদের ক্ষমতায়ন ও আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাই আরও বেশি কর্মদ্যোগী হবেন বলে প্রধান উপদেষ্টা প্রত্যাশা ব্যক্ত করেন।