শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দিয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও এরপর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সোমবার (১৫ ডিসেম্বর) উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।