হাদির জানাজায় অংশ নিতে মেট্রোরেলে ভিড়
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সকাল থেকেই মেট্রোরেল স্টেশনগুলোতে নগরবাসীর উপচে পড়া ভিড় দেখা গেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশনগুলোতে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়।
একে একে দলবদ্ধ হয়ে সবাই ছুটে চলেছেন মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশ্যে। শুধু ঢাকা নয়, দেশের দূর-দূরান্ত থেকেও ছুটে এসেছেন দেশপ্রেমিক হাদিকে বিদায় জানাতে।
রাজশাহী থেকে ছুটে এসেছেন
জুলাই যোদ্ধা মনজুর হোসেন বলেন, রাতে রাজশাহী থেকে মিরপুরে মামার
বাড়িতে উঠেছি। একটু আগেই রওনা দিয়েও মেট্রোরেলে উঠতে পারছি না। জানি না নির্ধারিত সময়ে
উপস্থিত হতে পারব কি না।
হাদির জানাজায় অংশ নিতে মুন্সিগঞ্জ থেকে আসা বিএনপি কর্মী সুমন মিয়া বলেন, গত রাতেই মিরপুরের শেওড়াপাড়া বাসায় এসেছি, শুধুমাত্র জানাজায় অংশ নিতে। এরকম একজন দেশপ্রেমিকের জানাজায় অংশ নিতে পারাটাও ভাগ্যের ব্যাপার। তবে মেট্রো পাস না থাকায় ভিড়ের কারণে জানাজায় অংশগ্রহণ নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
এদিকে জানাজায় অংশ নিতে
ইতোমধ্যে পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে ছুটে চলেছেন নগরবাসী।