এবার নারায়ণগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি আবাসিক ভবনে গ্যাসের চুলা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় বলে জানা গেছে।
এর আগে একইদিন ভোরে রাজধানীর আগারগাঁও এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আগারগাঁওয়ের ঘটনায় দগ্ধদের মধ্যে সাকিবের শরীরের ৭ শতাংশ, ইভার ২ শতাংশ, আসিফের ৫ শতাংশ, আনেজা বেগমের ১০ শতাংশ এবং অন্তঃসত্ত্বা মনিরার ৮ শতাংশ দগ্ধ হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। একদিনের ব্যবধানে দুটি পৃথক গ্যাস বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে এবং আবাসিক এলাকায় গ্যাস লাইনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।