বিসিবি নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: আসিফ মাহমুদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আসন্ন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে নিজের পক্ষ থেকে ব্যাখ্যা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, নির্বাচন ফিক্স করার চেষ্টা করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থি কিছু ক্রীড়া সংগঠক, তবে তারা এতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেছেন, “সভাপতি ও সেক্রেটারিদেরকে তাদের পক্ষ থেকে কল দিয়ে চাপ দেওয়া হয়েছে, ডিসিদের হুমকি দেওয়া হয়েছে। আমাদের কাছে কিছু কলরেকর্ড ও ডকুমেন্টসও আছে, যেখানে বলা হয়েছে নির্বাচনে অংশ নিলে পরিণতি ভোগ করতে হবে।”
উপদেষ্টা আরও দাবি করেছেন, “কেউ ফোনে অভিযোগ পাঠিয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে, যা তিনি গৌতম গম্ভীরসহ অন্যদের সঙ্গে শেয়ার করেছেন। এমন অভিযোগ আমার দেশের জন্য লজ্জাজনক।”
আসিফ মাহমুদ সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করার অভিযোগকে নাকচ করে বলেন, “পাপন ভাইয়ের সময় যারা কাউন্সিলর হতো, তাদের মধ্যে অনেকের ক্রীড়া সংস্থার সঙ্গে সম্পর্কই ছিল না। তখন কীভাবে সেই তুলনা করা যায়?”
উল্লেখ্য, বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর, তবে এনএসসি কোটায় ২ পরিচালক এখনও নির্ধারিত হয়নি। নির্বাচনের স্বার্থে তিনি বলেন, “প্রয়োজনে যেকোনো পক্ষের সঙ্গে বসতেও আমরা প্রস্তুত।”