সরকারি কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়ছে, আসছে নতুন পে–স্কেল: অর্থ উপদেষ্টা
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে নতুন পে–স্কেল চালুর প্রস্তুতিও চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, “সরকার কিছু আর্থিক সুবিধা বাড়াতে যাচ্ছে। পাশাপাশি নতুন করে পে–স্কেল চালু করা হবে। সরকার বকেয়া ভর্তুকির অর্থও পরিশোধ করছে।”
তবে বাড়তি ব্যয়ের অর্থসংস্থান নিয়ে সরকার চিন্তায় আছে—বিভিন্ন গণমাধ্যমে এমন প্রতিবেদনকে তিনি ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেন।
ড. সালেহউদ্দিন বলেন, “অর্থনীতি এখন অনেকটাই স্বস্তিতে আছে। তবে দারিদ্র্য বিমোচন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। খাদ্যমূল্যস্ফীতি কমাতে সরকার কাজ করছে। যদিও এখন পরিস্থিতি আগের তুলনায় ভালো, কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে আরও সময় লাগবে।”
এ সময় তিনি আরও জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন করে গম ও চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
“আমরা নন-বাসমতি চাল আনব ভারত থেকে, আর গম আসবে যুক্তরাষ্ট্র থেকে। দেশে চালের কোনো সংকট নেই, তবে রিজার্ভ বা মজুত শক্তিশালী রাখা জরুরি,” বলেন অর্থ উপদেষ্টা।
তিনি আরও জানান, খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রমের আওতায় ট্রাকে করে বিক্রয় পুনরায় শুরু করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সাশ্রয়ী দামে নিত্যপণ্য কিনতে পারে।