জাতীয় সংগীত গেয়ে ছায়ানটে হামলার প্রতিবাদ
সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলার ঘটনায় জাতীয় সংগীতসহ কয়েকটি গান পরিবেশন করে প্রতিবাদ জানিয়েছেন নালন্দা ও ছায়ানট বিদ্যায়তনের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং সংস্কৃতিকর্মীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে সম্মিলিত কণ্ঠে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদে অংশ নিয়ে সংস্কৃতিকর্মী আরিফ নূর বলেন, রাতে ছায়ানটে “ন্যাক্কারজনক হামলা” হয়েছে, তার বিরুদ্ধে এটি তাৎক্ষণিক প্রতিবাদ। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে কেউ কেউ প্ল্যাকার্ডও প্রদর্শন করেন।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর (একাংশ) সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, হামলার পর থেকেই অনেকেই উৎকণ্ঠা নিয়ে ছায়ানটে এসেছেন। শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা মিলেই গান গেয়ে প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।
এদিকে বেলা আড়াইটার দিকে ছায়ানট ভবন পরিদর্শনে যান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত সংস্কারকাজ শেষ করে প্রতিষ্ঠান চালুর বিষয়ে সরকার আর্থিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান তিনি।
উপদেষ্টা ছায়ানটের সংগঠক পার্থ তানভীর নভেদসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি ছায়ানটের নিরাপত্তা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ছায়ানটের বাইরে বিজিবি ও পুলিশ মোতায়েন রয়েছে।