শুধু ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয়: শিল্প উপদেষ্টা
শুধু ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয় উল্লেখ করে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, এজন্য স্থানীয় ও বিদেশি বিনিয়োগের বিকল্প নেই।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা
১১টায় নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এরই মধ্যে বিভিন্ন মহলের
সঙ্গে যোগাযোগ চলছে জানিয়ে তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই ইতিবাচক অগ্রগতি দেখা যাবে।
শিল্প উপদেষ্টা বলেন, বিদেশ
থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। দেশের চিনিকলে জমে থাকা চিনি আগে বিক্রি করা
হবে। টিসিবির মাধ্যমে চিনি বিক্রি এরই মধ্যে শুরু হয়েছে এবং তা চলমান।
শিল্প উপদেষ্টা বলেন, ‘চিনিকল থেকে লাভ দ্রুত আসে না। ব্রিটিশ আমলের এসব চিনিকল এখনো সারাদেশের
চাহিদার একটি অংশ পূরণ করতে সক্ষম। তাই চিনিকলের সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।’
চিনি উৎপাদনের পাশাপাশি
আনুষঙ্গিক উৎপাদনমুখী কাজ শুরু করার পরিকল্পনার কথাও জানান আদিলুর রহমান খান।
তিনি বলেন, ‘দেশীয় উদ্যোক্তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি। তারা যেন সহযোগী হিসেবে
এগিয়ে আসেন, সেজন্য আলোচনাও চলছে।’
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন, নাটোর পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।