দেশের সব হাসপাতালে ‘জরুরি নির্দেশনা’
শীত মৌসুমে নিউমোনিয়া,
শ্বাসকষ্ট, ডায়রিয়া ও অন্যান্য শীতজনিত রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশের সব হাসপাতালে
জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য
অধিদফতর থেকে পাঠানো এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। জনস্বার্থে রোগীদের নিরাপদ ও
মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায়
বলা হয়েছে, হাসপাতালের ভাঙা জানালা, দরজা কিংবা যেসব স্থান দিয়ে ঠাণ্ডা বাতাস প্রবেশ
করছে সেগুলো দ্রুত মেরামত ও সংস্কার করতে হবে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে
নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ
করা হয়েছে, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য প্রয়োজনীয় কম্বল ও মশারি সরবরাহ নিশ্চিত করতে
হবে। পাশাপাশি শীতকালীন রোগের চিকিৎসায় নেবুলাইজার সলিউশন, অ্যান্টিবায়োটিক, অক্সিজেন,
ওরাল স্যালাইন, আইভি ফ্লুইডসহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখার
নির্দেশ দেওয়া হয়েছে। শিশু ও মেডিসিন ওয়ার্ডে বাধ্যতামূলকভাবে বৈকালিক রাউন্ড নিশ্চিত
করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
একই সঙ্গে রোগীর অভিভাবকদের
শীতকালীন রোগ প্রতিরোধ ও প্রাথমিক করণীয় বিষয়ে স্বাস্থ্য শিক্ষা দেওয়ার কথাও বলা হয়েছে।
এ ছাড়া প্রতিদিন শীতকালীন
রোগসংক্রান্ত তথ্য স্বাস্থ্য অধিদফতরের এমআইএস কন্ট্রোল রুমে পাঠাতে হবে। এসব কার্যক্রম
বাস্তবায়নে হাসপাতাল প্রধানদের বিশেষ নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে।